বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার খুনিদের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে ও তার খুনিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্র্মসূচি পালিত হয়েছে।

রোববার বিকালে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।


উক্ত মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,

 উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,সিনিয়র সাংবাদিক ও বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দার,

সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবদুল করিম ।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবদুর রশিদ,

 অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক ও প্রশাসক গোলাম রাব্বানী নাদিম , সাংবাদিক রাজ্জাক মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম ,

 সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, প্রধান শিড়্গক রাজিউল হক লাভলু, আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক রফিকুল ইসলাম ,

 ডলফিন আইডিয়াল একাডেমির অধ্যক্ষ জাকিউল ইসলাম, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, প্রভাষক জাকারিয়া হাসান, শিক্ষক রুপম মিয়া, সাংবাদিক আফজাল শরীফ,

সাংবাদিক এস মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার আনিছুর রহমান শাহীন মিয়া, সাংবাদিক সম্রাট মিয়া ও সাংবাদিক সরকার আকতার হোসেন,

ইউপি সদস্য গাজী মো. আমর আলী, ইউপি সদস্য জাকারিয়া হাসান সুজন, ইউপি সদস্য শফিউলস্নাহ সুজন, ইউপি সদস্য এরশাদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক আবদুল হাকিমের শিমুলের খুনি শাহজাদপুর পৌর মেয়রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাসিত্মর দাবি জানান উপসি'ত সকল জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন ।

 একই সঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।


বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিড়্গা প্রতিষ্ঠানের প্রধান ও সুধী সমাজের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top