উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
 কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ৩১.০১.১৭

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের অনিয়ম ও অব্যাবস্থাপনার প্রতিবাদে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে ডিসি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সর্বসত্মরের জনগন অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার ছামসুল আলম, আজিজুর রহমান, বণিক সমিতির সভাপতি প্রদিপ কুমার সাহা, কবি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক এমআর ফেরদৌস, আক্তারম্নজ্জামান, রৌমারী প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ।

বক্তারা বলেন, অনতি বিলম্বে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ডাক্তার, এ্যাম্বুলেন্স, ওষুধপত্র, অক্সিজেন ও এক্স-রে মেশিন মেরামত করে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত এখানকার প্রায় সাড়ে ৩ লড়্গ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে আগামিতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top