সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলা হয়েছে। বুধবার ৮টার সময় বকশীগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় পেশাগত দায়িত্বপালন শেষে বকশীগঞ্জ মধ্য বাজারে পৌঁছলে দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা করে আতিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
এর আগে স্থানীয় একটি পত্রিকা ‘‘ বকশীগঞ্জে মহিলা লীগের নতুন কমিটি আসছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদের জেরে বকশীগঞ্জ মহিলা লীগের এক নেত্রীর স্বামী আতিক বকশীগঞ্জ মধ্যে বাজার থেকে জোড়পূর্বক তুলে নিয়ে দক্ষিণ বাজার এলাকায় যায়। সেখানে গিয়ে সাংবাদিক নাদিমকে মারধর করা হয়। পরে স্থানীয় নীয়রা তাকে উদ্ধার করে।
এ নিয়ে আতিকের নামে ও অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সাংবাদিক নাদিম
এ বিষয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বলেন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে আতিকের নেতৃত্বে আরও ৭/৮ লোক তার পথ রোধ করে অপহরণ করে দড়্গিণ বাজারের দিকে নিয়ে যায়।
পরে সেখান থেকে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
বকশীগঞ্জ থানার ওসি জানান এ বিষয়ে ওই সাংবাদিক একটি অভিযোগ দিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক নাদিমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা ।
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলা হয়েছে। বুধবার ৮টার সময় বকশীগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় পেশাগত দায়িত্বপালন শেষে বকশীগঞ্জ মধ্য বাজারে পৌঁছলে দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা করে আতিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
এর আগে স্থানীয় একটি পত্রিকা ‘‘ বকশীগঞ্জে মহিলা লীগের নতুন কমিটি আসছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদের জেরে বকশীগঞ্জ মহিলা লীগের এক নেত্রীর স্বামী আতিক বকশীগঞ্জ মধ্যে বাজার থেকে জোড়পূর্বক তুলে নিয়ে দক্ষিণ বাজার এলাকায় যায়। সেখানে গিয়ে সাংবাদিক নাদিমকে মারধর করা হয়। পরে স্থানীয় নীয়রা তাকে উদ্ধার করে।
এ নিয়ে আতিকের নামে ও অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সাংবাদিক নাদিম
এ বিষয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বলেন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে আতিকের নেতৃত্বে আরও ৭/৮ লোক তার পথ রোধ করে অপহরণ করে দড়্গিণ বাজারের দিকে নিয়ে যায়।
পরে সেখান থেকে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
বকশীগঞ্জ থানার ওসি জানান এ বিষয়ে ওই সাংবাদিক একটি অভিযোগ দিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক নাদিমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা ।