ডাঃ জিএম ক্যাপ্টেন , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ জাতীয় শিড়্গা সপ্তাহ ২০১৭ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিড়্গা অফিস কুড়িগ্রাম এর আয়োজনে। গত বুধবার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ মাঠে । পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরম্নল আমিন। জেলা শিড়্গা অফিসার এস এম মোসলেম উদ্দিন এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়। জাতীয় শিড়্গা সপ্তাহ ২০১৭ শ্রেষ্ঠ শিড়্গা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরষ্কার গ্রহন করেন মোঃজমিদার রহমান, অধ্যড়্গ, কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, শ্রেষ্ঠ শ্রেণি শিড়্গক হিসেবে পুরষ্কার গ্রহন করেন ইমরম্নল কায়েস মিরন সহকারী শিড়্গক,কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। শ্রেষ্ঠ স্কাউট শিড়্গক হিসেবে পুরষ্কার গ্রহন করেন মোঃ ছয়ফুল রহমান বকসী, সিংগার ডাবরী হাট উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম প্রমূখ।
জাতীয় শিড়্গা সপ্তাহ ২০১৭ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মার্চ ৩১, ২০১৭
ট্যাগস