সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করার প্রতিবাদে আসাদ মিয়া নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিলাখিয়া নাগরিক সমাজের উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৫ টায় বিনোদের চর বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৮ মার্চ বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে নিলাখিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আসাদ মিয়া।
ওই স্ট্যাটাসে ওসি আসলাম হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বকশীগঞ্জ যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর ,
নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবু তালেব তোতা, নিলাখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাববুর রহমান হবি , নিলাখিয়া ইউপি সদস্য আবদুর রহমান মুন্সী,
ইউপি সদস্য সাত্তার মোল্লা, নিলাখিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম মিন্টু, নিলখিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়না মিয়া প্রমুখ।
আসাদ মিয়া ছাত্রলীগের কেই নয় বলেও অভিযোগ করেন বক্তারা। এছাড়াও ওই ছাত্রলীগ নেতাকে অবিলম্বে বিচারের দাবিও জানানো হয় মানববন্ধনে।
এতে স্থানীয় এলাকার ২ শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।