জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ ঃ
জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর পরিতোষ চন্দ্র দাস।
এতে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কতি বিভাগের প্রভাষক রবিউল ইসলাম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক বি.এম সোহেল,
হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফসিউল আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক মো. আসলাম হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক আবু সায়েম মোহাম্মদ হাসান প্রমুখ।
বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।