সৌদি বাদশ্‌হ সালমান কে ছবি উপহার

Seba Hot News
  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২০.০৪.২০১৭

কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্র শাপলা চত্বর, জেলা পরিষদ মার্কেটের একজন ক্ষুদে চিত্রশিল্পী আশা ছবি জাদুঘরের সত্ত্বাধীকারী মোঃ লুৎফর রহমান, সৌদি বাদশাহ্‌ সালমান বিন আব্দুল আজি-আল সৌদ মহোদয়কে ভালোবেসে ০১টি ছবি (প্রতিকৃতি) তৈরী করেছেন আন্তর্জাতিক মানের। যাহা ভালোবাসার নিদর্শন স্বরূপ উপহার হিসাবে প্রদানের লক্ষ্যে বিগত ০৭.০৬.২০১৫ইং তারিখে সৌদি রাষ্টদূত, শুলশান-বাংলাদেশ কার্যালয়ে জমা প্রদান করেন। সৌদি বাদশাহ্‌ মহোদয় বাংলাদেশ সফর উপলক্ষে শিল্পী লুৎফর রহমান বলেন-একজন অসহায় দুস্থ্য ও ক্ষুদে চিত্রশিল্পী হিসাবে আমার নিজ হাতে আঁকা আন্তর্জাতিক মানের বাদশাহ্‌ মহোদয়ের ছবিটি। ভালোবাসার নিদর্শন স্বরূপ উপহার হিসাবে ছবিটি গ্রহন করিলে, তবেই আমার শিল্পী জীবন সফল ও সার্থক হবে বলে আমি আশাবাদী ও বিশ্বাসী। উক্ত বিষয়ে দৌদি বাদশাহ্‌ মহোদয় ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্যা কন্যা ও মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনা মহোদয়ের সার্বক সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করি ২ দেশের বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর সু-দৃঢ় হউক এবং সৌদি বাদশাহ্‌ মহোদয় ও শেখ হাসিনা মহোদয়ের দীর্ঘয়ু, সু-স্বাস্থ্য সহ ২ দেশেরে জনগনের শান্তি, কল্যাণ কামনা করিতেছি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top