জনগণের মুখোমুখি কুড়িগ্রাম পৌর পরিষদ

Seba Hot News
 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২০.০৪.২০১৭

কুড়িগ্রামে জনগণের মুখোমুখি হয়ে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র, সচিব, কাউন্সিলরগণ। কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে বৃহস্পতিবার সকালে জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে পৌরকর্তৃপক্ষ ও টিআইবি-সনাক।

নারী নেত্রী রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল জলিল, পৌরসভার সচিব রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সাবেক মেয়র আবুবকর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডাঃ জি এম ক্যাপ্টেন প্রমূখ।

সভায় কুড়িগ্রাম পৌরসভার নাগরিকরা পৌরসভার বিভিন্ন সমস্যা ও অনিয়মের প্রশ্ন তোলেন। এসব প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন পৌর কর্তৃপক্ষ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top