সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬ নম্বর নিলাখিয়া ইউনিয়ন পরিষদের এক কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৬৪০ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষ বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক।
চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ২৪০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে এক লাখ ২১ হাজার ৪০০ টাকা।
বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব শরিয়তুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন ইউনিয় আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা ,
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, ইউপি সদস্য নজরুল ইসলাম লিচু ,
নারী ইউপি সদস্য চায়না বেগম। বাজেট অনুষ্ঠানে সকল ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ উপসি'ত ছিলেন