সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে প্রস্তাবিত মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ ।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমকে রাজাকার কন্যা আখ্যা দিয়ে অবিলম্বে ওই অবৈধ কমিটি বাতিলের দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ মোড়ে এসে মিছিলটি শেষ হয় ।মিছিল শেষে আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রসত্মাবিত কমিটির সভাপতি
ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগ নেতা মারম্নফ সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা মানিক সাহা, উপজেলা ছাত্র লীগের সভাপতি জুমান তালুকদার,
সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি ফরহাদ রেজা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন কোনো রাজাকারের সনত্মান মহিলা আওয়ামী লীগের সভাপতি হতে পারে না। উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে যে কমিটি করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ ।
তাই ওই কমিটিকে বকশীগঞ্জে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ বলেন , মহিলা আওয়ামী লীগকে ধ্বংস করতে পরিকল্পিত ভাবে রাজাকারের দোসরদের দিয়ে কমিটি করা হয়েছিল।
তারা উপজেলা আওয়ামী লীগের কাছে ওই কমিটি নিয়ে আপত্তি করলে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় গোপনে গঠন করা ওই পকেট কমিটি প্রত্যাখ্যান করেন ।
উলেস্নখ্য, গত ৫ এপ্রিল তাহমিনা আক্তার পাখিকে সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক করে একটি প্রস্তিাবিত কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।