সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ রোববার পালিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে একটি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
র্যালি শেষে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ,
ইউএনও আবু হাসান সিদ্দিক, এসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বগারচর ইউপি চেয়ারম্যান নজরম্নল ইসলাম লিচু
, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, বকশীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল গনি ,সাংববাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ৭ টি ইউনিয়নের ভূমি কর্মকর্তা, ব্যবসায়ী বৃন্দ অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৭ টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভূমি সেবা নিশ্চিত করতে সেবার মান ডিজিটাল করা হয়েছে। ডিজিটাইলেজেশনের মাধ্যমে ভূমির মালিকরা শতভাগ সেবা নিতে পারবে। এজন্য উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস গুলো সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।