সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে রোববার রাতে কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘর বাড়ির ড়্গতি হয়েছে। এসময় ঘরের ভেতর থাকা ছালেমা নামে এক মহিলা আহত হয়েছে।
জানা গেছে, রোববার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে কালবৈশাখী ঢ়ড় বয়ে যায় । ঝড়ের কবলে পড়ে পৌর শহরের ব্র্যাক রোড এলাকার রম্নসত্মম আলী,
সুরম্নজা বেগম, কালাম মনিরা বেগমের চারটি বসত ঘর দুমড়ে মুচড়ে পড়ে।
এছাড়াও একই এলাকার বৈদ্যুতিক তারের উপর গাছ পালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। অপরদিকে উঠতি ইরি ধানের ড়্গতি হয়েছে।