কুড়িগ্রামে গৃহবধুর ঝুলনত্ম লাশ উদ্ধার

G M Fatiul Hafiz Babu

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ১৬.০৫.১৭

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ীতে এক গৃহবধুর ঝুলনত্ম লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী মজিদুল ইসলাম।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পলাশবাড়ী হালমাঝি পাড়ার মজিদুলের স্ত্রী মিনারা বেগম অনেক ডাকাডাকির পরও ঘড়ের দরজা না খোলায় এলাকাবাসী ঘরের বেড়ার ফাক দিয়ে ঝুলনত্ম লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার ঝুলনত্ম লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য মর্গে প্রেরন করে সদর থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, চার বছর আগে রিক্সাচালক এনতাজ আলীর মেয়ে মিনারা(৩০)এর সাথে বিয়ে হয় মজিদুলের। দীর্ঘদিন থেকে স্বামী মজিদুলের পরকীয়া প্রেম নিয়ে দ্বন্ধ চলে আসছিল তাদের। এ নিয়ে কয়েক দফায় বিচার শালিশ ও হয়েছে।

এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বলেন, এটি হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। ময়না তদনত্ম শেষে নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top