জামালপুর
প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে পুলিশ মঙ্গলবার সকালে সিমেন্টের খুটিবাঁধা আব্দুল হক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
টাকা
ছিনতাই করে
দুর্বৃত্তরা তাকে হত্যা করে এভাবে
পানিতে ডুবিয়ে
রেখে যায়।
গত চারদিন
ধরে তিনি
নিখোঁজ ছিলেন।
লাশটি উদ্ধারের
পর তার
পরনের জাঙ্গিয়ার
ভেতর থেকে
ভেজা অবস্থায়
এক লাখ
টাকাও পাওয়া
গেছে।
জানা গেছে, নিহত
আব্দুল হকের
বাড়ি নরুন্দি
ইউনিয়নের মহিশুড়া
গ্রামে।
তার
বাবার নাম
ইউসুফ আলী।
তিনি কয়েক
বছর সৌদী
আরবে চাকরি
করেছেন। দেশে
ফিরে তিনি
আরব বাংলাদেশ
হজ এজেন্সির
জামালপুর প্রতিনিধি
অর্থাৎ মোয়াল্লেমের
দায়িত্ব পালন
করছিলেন।
তিনি
ইসলামি শ্রমিক
আন্দোলনের জামালপুর জেলা শাখার সহসভাপতি
ছিলেন। দীর্ঘদিন
ধরে তিনি
জামালপুর শহরের
কাছারিপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস
করতেন।
নিহতের বোন জামাই
গোলাম রব্বানী
জানান, আব্দুল
হক গত
শুক্রবার রাতে
১০ লাখ
টাকাসহ তার
এক আত্মীয়কে
নিয়ে মোটরসাইকেলে
ইটাইল খলিল
নেতার বাজারে
যান।
রাতে
তার ওই
আত্মীয় টাকাসহ
তাকে বাজারে
রেখেই মোটরসাইকেল
নিয়ে বাজার
থেকে চলে
যান। কিন্তু
আব্দুল হক
রাতে বাড়ি
ফিরে না
যাওয়ায় পরদিন
শনিবার তাকে
অনেক খোঁজাখুজি
করে না
পেয়ে তার
পরিবারের পক্ষ
থেকে স্থানীয়
নরুন্দি পুলিশ
তদন্ত কেন্দ্রে
একটি সাধারণ
ডায়েরি করা
হয়।
এ দিকে একটি
নির্ভরযোগ্য সূত্র জানায়, ইটাইল খলিল
নেতার বাজার
হিসেবে খ্যাত
ওই বাজারে
স্থানীয় প্রতারকচক্রের
মাধ্যমে জেলার
বাইরের ডলার
বেচাকেনার একটি চক্রের আনাগোনা ছিল।
দীর্ঘদিন ধরে
ওই চক্রটি
ওই বাজারে
ডলার বেচাকেনা
করে আসছিল।
এর আগেও
মোয়াল্লেম আব্দুল হক ওই বাজারে
ডলার কিনেছেন।
নরুন্দি তদন্ত কেন্দ্রের
পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে
জানতে পারে
যে, দুর্বৃত্তরা
মোয়াল্লেম আব্দুল হককে হত্যা করে
তার লাশ
ঘরের সিমেন্টের
খুঁটির সাথে
জিআই তার
দিয়ে বেঁধে
ওই বাজারের
কাছেই ব্রহ্মপুত্র
নদের পানিতে
ডুবিয়ে রেখেছে।
ওই তথ্যের
ভিত্তিতে পুলিশ
মঙ্গলবার সকালে
ঘটনাস্থলে পৌঁছে আব্দুল হকের লাশ
উদ্ধার করে।
তার পরনে
ছিল পায়জামা
ও পাঞ্জাবি।
লাশের সুরুত
হাল তৈরি
করার সময়
তার পরনের
জাঙ্গিয়া ভেতর
থেকে ১
লাখ টাকা
ভেজা অবস্থায়
উদ্ধার করা
হয়। পরে
ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম
মৃত আব্দুল
হকের লাশ
ও তার
কাছে থাকা
১ লাখ
টাকা উদ্ধারের
বিষয়টির সত্যতা
নিশ্চিত করে
বলেছেন, ঘটনাটি
রহস্যজনক। এভাবে নির্মমভাবে হত্যার ঘটনার
সাথে জড়িতদের
চিহ্নিত করে
তাদেরকে গ্রেপ্তারের
চেষ্টা চলছে।
এ ব্যাপারে
একটি হত্যা
মামলা দায়ের
করা হবে।