জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ দূরীকরণে সচেতনতামূলক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক ।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া মুকুল,
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল হক তুহিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ।
গণসমাবেশে ইউএনও আবু হাসান সিদ্দিক বিদ্যালয়ের শিড়্গার্থীদের বাল্য বিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান ।
এতে শিড়্গক-শিড়্গার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা উপসি'ত ছিলেন।
এর আগেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিবাহ বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়।