
জামালপুরের বকশীগঞ্জে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের পদোন্নতি সহ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ ও প্
রধান শিক্ষকদের করেসপনডেন্ট স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ৫ শতাধিক শিক্ষক-শিক্ষকা।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টা থেকে সাড়ে পর্যনত্ম ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন,
সহ-সভাপতি আ.ন.ম বজলুর রশিদ, সহ- সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হিরু, সদস্য আতাবুজ্জামান হেলাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষক ও প্রধান শিক্ষকদের সকল দাবি দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
উক্ত মানববন্ধনে ১০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিড়্গক-শিড়্গিকা অংশ গ্রহণ করেন।