সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার পালিত হয়েছে।
দিবসটি উপলড়্গে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯ টায় মালিবাগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আজাদ হোসেন লাবলু, সদস্য সচিব মিস্টার রানা,
উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রসত্মাবিত সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, প্রসত্মাবিত সাধারণ সম্পাদক জাহানারা বেগম,
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব , কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা প্রমুখ উপসি'ত ছিলেন।
র্যালিতে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ , ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।