বকশীগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক বসত ঘর ও গাছ পালার ব্যাপক ক্ষতি !

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে ফসল, ঘর বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের কারণে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ১৮ ঘন্টা পর বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

জানা গেছে, শনিবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায় ।
কালবৈশাখী ঝড় ,

দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে বিভিন্ন এলাকার পাকা ধানের ব্যাপক ড়্গতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রাম, বিলেরপাড়,  উত্তর ধাতুয়া কান্দা , মধ্য ধাতুয়া কান্দা , দাস পাড়া , মাঝের পাড়া ও কামালের বার্ত্তী গ্রাম।

 বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রাম, মরারপাড়া গ্রাম, টাংগারী পাড়া গ্রামের শতাধিক কাঁচা বাড়ি ঘর দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ে কয়েকশত বিভিন্ন প্রজাতির গাছ ভেঙে গেছে  এবং কাঁচা আমের ব্যাপক ক্ষতি হয়েছে।


এছাড়া বৈদ্যুতিক তারের উপর গাছ পালা পড়ে শনিবার রাত থেকে সংযোগ বিচ্ছিন্ন হলে বকশীগঞ্জ পৌর শহরে ১৮ ঘন্টা পর স্বাভাবিক হয়।

অপরদিকে রাজিবপুর , রৌমারী ও দেওয়ানগঞ্জ উপজেলার একাংশ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top