সেবা ডেস্ক:
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দিঘলকান্দি রেলক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মর্মানিত্মক মৃত্যৃ হয়েছে।
খবর পেয়ে আজ শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
স'ানীয়দের ধারণা শুক্রবার ভোরে কমিউটার ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা যেতে পারে।
অজ্ঞাত যুবকের গায়ে গেঞ্জি,শার্ট,পড়নে ট্রাউজার,গামছা ও লঙ্গি পেচানো ছিল।
দেওয়ানগঞ্জ জিরআরপি থানার এস.আই আঃ মান্নান জানান,নিহতের লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দিঘলকান্দি রেলক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মর্মানিত্মক মৃত্যৃ হয়েছে।
খবর পেয়ে আজ শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
স'ানীয়দের ধারণা শুক্রবার ভোরে কমিউটার ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা যেতে পারে।
অজ্ঞাত যুবকের গায়ে গেঞ্জি,শার্ট,পড়নে ট্রাউজার,গামছা ও লঙ্গি পেচানো ছিল।
দেওয়ানগঞ্জ জিরআরপি থানার এস.আই আঃ মান্নান জানান,নিহতের লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।