ভারতের রিভলবার রাণীর কাণ্ড!

Seba Hot News
ভারতের রিভলবার রাণীর কাণ্ড!সেবা ডেস্ক: 
মহা ধুমধামের সঙ্গে চলছিল বিয়ের অনুষ্ঠান। বর বসে আছেন হাসি মুখে! কিছুক্ষণের মধ্যেই লগ্ন এলে পাত্রীকে বরণ করে নেবেন তিনি। আমন্ত্রিত অতিথিরাও ছিলেন খোশ মেজাজে। কিন্তু আচমকা পরিস্থিতি বদলে গেল। বেশ কিছু লোককে নিয়ে এক তরুণীর মঞ্চে প্রবেশ। গটগটিয়ে সোজা হেঁটে গেলেন পাত্রের দিকে। পাত্র কোনো কথা বলার আগেই তরুণীটি তার মাথায় রিভলবার ধরলেন।
অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে তরুণীটি বলেন, এই মানুষটির সঙ্গে আমার প্রেম! আর সে কি না আমাকে না জানিয়েই অন্য মেয়েকে বিয়ে করতে এসেছে! এটা আমি কিছুতেই বরদাস্ত করব না।
উত্তর প্রদেশে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। সেই তরুণী ঠিকই অস্ত্রের মুখে তার প্রিয় মানুষটিকে নিয়ে গাড়ি করে চলে যায় অজ্ঞাত স্থানে। কিংকর্তব্যবিমূঢ় বিয়ের আয়োজক ও অতিথিদের পুলিশে খবর দিতে কিছুটা সময় লাগে। ততক্ষণে ধরা ছোঁয়ার বাইরে রিভলবার রাণী।
উত্তরপ্রদেশের বুন্দলখন্দের ঘটনাটি পুরো এলাকায় রটে যেতে সময় লাগেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২৫ বছর বয়সী ওই তরুণী সঙ্গে করে দু’জন লোককে নিয়ে আসেন। তাদের তখন অগ্নিমূর্তি! পিস্তলের মুখে তারা অশোক যাদব নামের ওই বরকে নিয়ে চলে যায়।
পুলিশ এখনও যাদবের সন্ধানে রয়েছে। তদন্তে জানা গেছে, ওই তরুণীকে যাদব আগে থেকেই চিনত। তাদের মধ্যে মন দেয়া-নেয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু পরিবারের চাপের কারণে এই বিয়েতে আসতে বাধ্য হয় যাদব। কিন্তু তরুণীটি তা কোনোভাবেই মেনে নিতে পারেনি।
বর ও কনেপক্ষ ওই তরুণীটির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ বলছে, এমন কেস তারা আগে কখনও পাননি। তদন্ত চলছে! কিন্তু কথা হচ্ছে এতক্ষণে কি তরুণীটি তার প্রিয়জনের অপরাধের শাস্তি দিয়ে ফেলেছে?
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top