দারুণ শুরুর পর তামিম-সাব্বিরের যুগল বিদায়

Seba Hot News
দারুণ শুরুর পর তামিম-সাব্বিরের যুগল বিদায়সেবা ডেস্ক: 
আয়ারল্যান্ডের কন্ডিশনে টস জয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম ম্যাচের মতো সেই গুরুত্বপূর্ণ টস পরীক্ষায় বুধবারও হেরে গেছে বাংলাদেশ। আর টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে। তবে কিউইদের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালেঅই হয়েছিল। গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ৭০ রানে যেতে হারিয়েছিল ৪ উইকেট। সেখানে আজ বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে তামিম ইকবার ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৭২ রান। দুজনের জমে যাওয়া জুটিতে যখন বড় কিছুর স্বপ্নই দেখতে শুরু করেছিল বাংলাদেশ, তখনই আঘাত। জেমি নিশামের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে তামিম ক্যাচ তুলে দেন কলিন মুনরোর হাতে। তামিমের বিদায়ের পরপরই প্যাভিলিয়নে ফিরে গেছেন সাব্বির রহমানও। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬.৪ ওভারে ৭৯ রান।

আউট হওয়ার আগে তামিম ৪২ বলে ২৩ রানের ধৈর্যশীল ইনিংস। সাব্বির মাত্র ১ রান করেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। তামিম-সাব্বির ফিরে গেলেও উইকেটে আছেন সৌম্য সরকার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সৌম্য এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি। তিনি ব্যাট করছেন ৫৪ বলে ৫১ রান নিয়ে। তার সঙ্গী মুশফিকুর রহীম এখনো রানের খাতা খুলেননি।
স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মাশরাফি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়মিত অধিনায়ক মাশরাফি ফিরেছেন একাদশে। দলের নেতাকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে যেতে হয়েছে তাসকিন আহমেদকে। তবে  রুবেল হোসেন আছেন একাদশে।
দুই দলের একাদশ :
বাংলাদেশ :  তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

নিউজিল্যান্ড : লুক রনকি, টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেলর, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হাশিম ব্যানেট, মিশেল সান্তনার,  সেথ রান্স, ইশ সোধি
কেআর

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top