বকশীগঞ্জে নবাগত জেলা প্রশাসক আহমেদ কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ নিরোধ বিষয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আহমেদ কবির।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ ইউএনও মো. আবু হাসান সিদ্দিক।

উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,

সহকারী কমিশনার (ভূমি) রায়হান আহমেদ, বকশীগঞ্জ সরকারি কলেজের অধ্যড়্গ পরিতোষ চন্দ্র দাস, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা নুরম্নল আমিন ফোরকান, ইউপি চেয়ারম্যান ফকরম্নজ্জামান মতিন,

 উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক ফরহাদ হোসেন, টালিয়া পাড়া সাবান উলস্নাহ দাখিল মাদ্রাসার সুপার নুর আলম,

বাট্টাাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক রফিকুল ইসলাম, কামালপুর জামে মসজিদের ইমাম মওলানা আবদুর রাজ্জাক, কামালপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আমির হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও শিড়্গক রা উপসি'ত ছিলেন।

মতবিনিময় সভা শুরম্নর আগে নবাগত জেলা প্রশাসক আহমেদ কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের পড়্গে চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ,

বকশীগঞ্জ থানার পড়্গে থানার ওসি মো. আসলাম হোসেন, অফিসার্স ক্লাবের পড়্গে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, সাংবাদিকদের পড়্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলস্নাহ ,

 সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক সাইফুল ইসলাম , সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, আফজাল শরীফ ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top