বকশীগঞ্জে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের সৌজন্যে বকশীগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইফতার মাহফিল  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদারেরচর গ্রামের জ্যেষ্ঠ ব্যক্তিত্ব জালাল মন্ডল।

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপসি'ত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ , দেওয়ানগঞ্জ বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ সাদা,

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম , দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুস সালাম খোকা,

পৌর বিএনপির সভাপতি মঞ্জুরম্নল হক মঞ্জু,বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম কারী, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম রেজভী,

 বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল তালুকদার, মেরম্নরচর মেরম্নরচর বিএনপির ত্যাগী নেতা ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য রাজ্জাক মাহমুদ, বিএনপি নেতা আনিছ, সাবেক ছাত্রদল নেতা রহমত আলী প্রমুখ।

ইফতার মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভা পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বকশীগঞ্জ সরকারি কিয়ামত উলস্নাহ কলেজের সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স।

ইফতার মাহফিলে বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ  সহ স'ানীয় এলাকার ১৫ শ মানুষ অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিলস্নাতের বিকল্প নেই বলে জানান। তাকে মনোনয়ন দেয়া হলে এই আসনে নিশ্চিত জয়লাভ করবে বলেও নেতারা মনত্মব্য করেন।

তাই কাঁধে কাঁধ মিলিয়ে এম রশিদুজ্জামান মিলস্নাতের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করার জন্য বলা হয়।

এর আগে মোবাইলে লাউড স্পিকারের মাধ্যমে উপসি'ত সকলকে ধন্যবাদ ও রমজানুল মোবারকবাদ জানান সাবেক এমপি মিলস্নাত ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top