বকশীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা , এলাকাবাসীর বিক্ষোভ

G M Fatiul Hafiz Babu
এলাকাবাসীর বিক্ষোভ
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত যুবকের নাম আবু সালেক (১৮)।

সে বকশীগঞ্জ পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার ছেলে।  ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১ টার দিকে ।

স্থানীয় সূত্রে জানা গেছে , পৌর এলাকার জুলাপাড়া গ্রামের ছালাম মিয়ার সঙ্গে একই গ্রামের লস্কর আলী, মতলেব আলীর সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে।

এরই জের ধরে বুধবার দুপুরে ছালাম মিয়ার ছেলে আবু সালেক মাঠ থেকে তাদের গরু নিয়ে বাড়িতে আসার পথে লস্কর আলীর লোকজন অতর্কিত হামলা করে তাকে পিটিয়ে হত্যা করে।

এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমাও চলছে।

এঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ ৫ জনকে আটক করেছে ।  এঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী হত্যাকান্ডের বিচার দাবি করে বিক্ষোভ  করেছে।


বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রুবেল মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top