বকশীগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে জন জীবন বিপর্যসত্ম হয়ে পড়েছে। এতে করে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে বিভিন্ন শ্রেণির মানুষকে।



বকশীগঞ্জ পৌর শহরের বাস স্ট্যান্ড মোড়ে বৃষ্টির পানি পানি জমে থাকায় পথচারীদের ভোগানত দেখা দিয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ পাট হাটি মোড় থেকে টিএন্ডটি রোডে হাটু পানি জমে থাকায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

বৃষ্টির ফলে পাট বিক্রেতারা বাজারে পাট এনে বিপাকে পড়েছেন। টানা বর্ষণে স্কুল, কলেজের শিক্ষার্থীরা সময় মত ক্লাশ করতে না পারায় পাঠদান থেকে পিছিয়ে পড়ছে।

 অপরদিকে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ডিগ্রির পরীড়্গার পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
বিভিন্ন উপজেলা থেকে আগত এসব পরীক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে পরীড়্গায় অংশ নিচ্ছে।

 বৃষ্টির কারণে অনেক সময় পরীক্ষার হলে প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। নিম্ন আয়ের মানুষ গুলো টানা বৃষ্টিতে কাজ করতে পারছেন না। ফলে তাদের রোজগারের পথ আপাতত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সজিব কর্পোরেশনের ডিলার এস মাহমুদুল হাসান জানান, কয়েক দিনের বৃষ্টিতে ফুড ও রেভারেজ পণ্য গুলো সরবরাহ করা যাচ্ছে না।
 ফলে ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে।  সবমিলিয়ে বৃষ্টিতে জন জীবনে দেখা দিয়েছে চরম দুরবস্থা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top