
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালের বার্তী গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মোখলেসুর রহমান (পান্না) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ'দের মধ্যে ত্রাণ সামগ্রী ও বস্ত্র (শাড়ি-লুঙ্গি ) বিতরণ করেছেন।
বুধবার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুুলিশ সুপার আমিরুল ইসলাম , জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু,
সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান,
উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, জাভেদ মোশাররফ সেবক, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, হারুনুর রশিদ প্রমুখ উপসি'ত ছিলেন।
এর আগে মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মোখলেসুর রহমান।