
’মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় মৎস সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহের প্রথম দিনে বুধবার জেলা কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম। পরে জেলা কালেক্টরেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিন করে টাউন হলে এসে শেষ হয়।
টাউন হলে জেলা মৎস্য কর্মকর্তা জিলস্নুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বিআরডিবি’র উপ-পরিচালক গোকুল চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আলপনা, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক মুসা কালিমুলস্না ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি বন্যায় জেলায় প্রায় দেড় হাজার পুকুর তলিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় এসব এলাকার মৎসচাষীদের মাঝে বিনামূল্যে ৩ লড়্গ মাছের পোনা বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। আলোচনাসভা শেষে জেলা মৎস্য খামার থেকে বন্যায় ড়্গতিগ্রস্থ মাছ চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরনের শুরম্ন করে মৎস্য বিভাগ।