সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলনকড়্গে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ , সফল মৎস্য চাষী ও ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,
সফল মৎস্য চাষী ও নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, হাসানুল হক বান্না প্রমুখ। এতে বিভিন্ন এলাকার মৎষ্যজীবী , মৎষ্যচাষী উপসি'ত ছিলেন।