তিস্তার পানি বিপদসীমার ৩০ সেমি উপরে

Seba Hot News
তিস্তার পানি বিপদসীমার ৩০ সেমি উপরেসেবা ডেস্ক: : দুইদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তানদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে ৩য় দফায় তিস্তা নদীতে পানি প্রবাহ বাড়তে থাকে। পানি বেড়ে যাওয়ায় তিস্তা নদী বেষ্টিত প্রায় ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ। তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা ব্যারাজের বন্যা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, উজানের ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তায়। রবিবার বিকালে থেকে ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি ঢুকতে থাকে তিস্তায়।
পৃর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, তার ইউনিয়নের নিম্নাঞ্চলের সব এলাকায় পানি প্রবেশ করেছে। পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। নদী সংলগ্ন এলাকাগুলো থেকে মানুষজন সরে আসতে শুরু করেছে। তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে মানুষজনকে সরে আসতে বেগ পেতে হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তার সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। এর কয়েকদিন আগেও দুদফায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছিল বলেও তিনি জানিয়েছেন।
এদিকে দুদিনের প্রবল বৃষ্টিপাতের দরুন তিস্তা ছাড়াও জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top