বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বিরুদ্ধে অপপ্রচারে মুক্তিযোদ্ধাদের ড়্গোভ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক

সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অপপ্রচারের নিন্দা জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

গত কয়েকদিন থেকে একটি ফেসবুক আইডি থেকে তার সম্পর্কে বিভিন্ন অশ্লীল ও মানহানিকর শব্দ ব্যবহার করে বিভ্রানত্ম ছড়ানো হচ্ছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন সহ স্থানীয় মুুক্তিযোদ্ধারা বাবুল চিশতির বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ভাষা ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করায় ড়্গোভ প্রকাশ করেন।

একই সঙ্গে এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন জানান, বাবুল চিশতির বিরুদ্ধে
ষড়যন্ত্র চলছে।

একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এভাবে অপপ্রচার মেনে নেয়া যায় না। আমি এই অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top