
কুড়িগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষজনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট অফ কুড়িগ্রাম। বৃহস্পতিবার জেলা সদরের হলোখানা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম। চিকিৎসা সহায়তার পাশাপাশি স্টুডেন্টরা ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লার সহায়তায় ৩শ’ পরিবারের মাঝে নগদ ৩শত টাকা করে বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ জি এম আরিফুর, ডাঃ শাহ্ আহসানুল ইমরান, ডাঃ অপু, ডাঃ সেতু প্রমূখ। তারা জানান, হলোখানা ইউনিয়রেনর পাশাপাশি জেলা সদরের যাত্রাপুর ও কাঁঠালবাড়ীতেও এ চিকিৎসা কার্যক্রম চালানো হবে।