
সীমানেত্ম অবৈধ অনুপ্রবেশ, হত্যা, চোরাচালান, বাংলাদেশী নাগরিক আটক ও সীমানেত্ম বিভিন্ন উন্নয়ন মূলক কাজসহ সীমানত্ম সংক্রানত্ম বিভিন্ন বিষয়ে কুড়িগ্রাম সীমানেত্মর ভারতীয় অংশে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ভুরম্নঙ্গামারী উপজেলার সোনাহাট সীমানেত্মর ১০০৮ আনর্ত্মজাতিক সীমানা পিলারের সন্নিকটে ভারতীয় অংশে এ পতাকা বৈঠক শুরম্ন হয়ে তা চলে বিকেল সোয়া পাঁচটা পর্যনত্ম। পতাকা বৈঠকে বিজিবি ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, পিএসসি, এএফডবিস্নউসি, জি+ এবং বিএসএফ’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধুবরী সেক্টরের ডিআইজি শ্রী কুলদীপ কুমার গুলিয়া।
পাতাকা বৈঠকে সীমানেত্ম অবৈধ অনুপ্রবেশ, সীমানত্ম হত্যা, বাংলাদেশী নাগরিক আটক বন্ধ ও দু’দেশের সীমানেত্ম বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পর্কে ফল প্রসু আলোচনা হয়েছে বলে জানায় বিজিবি।