বন্যার্তদের পাশে দাঁড়ালো বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ 

প্রতি বছরের ন্যায় এবারও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।


 বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হওয়া বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ বরাবরই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু করে যাচ্ছে । 


যেকোন দুর্যোগে এই সংগঠনের সদস্যরা মানুষের পাশে থাকে সাধ্যমত । ইতোমধ্যে সংগঠন হিসেবে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে এই সংসদ।

তারই ধারাবাহিতকায় আজ শুকবার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 


বকশীগঞ্জ  উপজেলার জব্বারগঞ্জ বাজার, মাদারের চর গ্রামে, শেক পাড়া ও কামালের বার্ত্তী গ্রামে ৫ শতাধিক বন্যার্তকে দেয়া হয় ত্রাণ সামগ্রী ।


 ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, লবন, খাবার স্যালাইন,মোমবাতি , দিয়াশলাই , সেমাই , চিনি, শিশুদের জন্য বিস্কুট। 

এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে মাহবুব শিশির, মাসুম বিল্লাহ, আকাশ , সাইদ, রাকিব , শাহরিয়ার মুরাদ, শুভ , নুরুল্লাহ, মমিন, আরিফ, রনি, বকর, আবদুল হক রনি, হাফিজ, অভি, মনির, মিন্টু প্রমুখ উপসি'ত ছিলেন।


বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ত্রাণ বিতরণে সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদের নেতৃবৃন্দ। 


এর আগে গত বছরের ভয়াবহ বন্যার সময়ও বানভাসিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এই সংসদ।
এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত করে সমাজ উন্নয়নে অবদান রাখছে বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top