
মায়ানমারে মুসলীম রোহিঙ্গাদের উপর বর্বোরোচিত গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের নছরউদ্দিন মার্কেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে। পরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
অনতিবিলম্বে মায়ানমারে মুসলীমদের গণহত্যা বন্ধ করার দাবী জানান বক্তারা। বুধবার বাংলাদেশে মায়ানমার দুতাবাস ঘেড়াও করারও ঘোষনা দেন তারা।