রোহিঙ্গাদের উপর নির্যাতন,ধর্ষন ও হত্যার প্রতিবাদে বকশীগঞ্জ ওলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিরীহ মুসলিম রোহিঙ্গা ধর্ষন, নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত কর্মসূচি হয়েছে।

 বকশীগঞ্জ ওলামা পরিষদের উদ্যোগে শুক্রবার বিকাল ৫ টায় বকশীগঞ্জ-কামালপুর মহা সড়কের মালিবাগ মোড় এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালিত  হয়।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এই মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা হামিদুল ইসলামের সঞ্চালনায় এবং

  বকশীগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মওলানা সাইফুলস্নাহ’র সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,

জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরম্নজ্জামান মতিন, যুবলীগ নেতা নজরম্নল ইসলাম সওদাগর, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আলী,

উপজেলা মসজিদের ইমাম মওলানা এনায়েত উলস্নাহ, মওলানা আমিনুল ইসলাম, মওলানা শওকত উসমান ,কামালপুর জামে মসজিদের ইমাম আবদুর রাজ্জাক , মওলানা মাহমুদুল হাসান, মওলানা মনিরুল ইসলাম, মওলানা মোহাম্মদ শাহজালাল , মুুফতি জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ওলামা পরিষদের দেড় হাজার  ধর্মপ্রাণ মুসলিস্ন ও জামালুল কোরান মাদ্রাসা,

 বাস টারমিনাল আলহাজ হাফিজ উদ্দিন দারুস সুন্নাহ মাদ্রাসা, দারুল উলুম মফিজল হক সওদাগর কওমী মাদ্রাসার মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।

তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদান করতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top