দেওয়ানগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামালপুরের দেওয়ানগঞ্জের বন্যায় ক্ষতিগস্থ' এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ১৫ জন চিকিৎসক পাঁচ হাজার নারী-পুরুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় সকাল ১০ টায় উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স'ায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় সাবেক স্বাস্থ উপমন্ত্রী সিরাজুল ইসলাম, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত,

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. মো. সায়েম মনোয়ার, ড. আহমেদ খাইরুল হাসান,

  ডা.ফকরুজ্জামান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুর রশিদ সাদা, সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম মুছা, কৃষিবিদ শাহ মনিরুর রহমান মনির,

 বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ছইম উদ্দিন সহ উপজেলা যুবদল ,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ও বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপসি'ত ছিলেন।

একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় শীতকালীন সবজির চাষ করার জন্য ৫০০ কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

বন্যা কবলিত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করায়
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিলস্নাত।

 একই সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম খানের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরে বাছেদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করেন অতিথিরা। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top