
বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার দেড় মাসেও বাড়ি ফিরেনি শাহীন মিয়া (২৪) ।
নিখোঁজ শাহীন মিয়া বকশীগঞ্জ উপজেলার চর আইরমারী গ্রামের ছামিউল হকের ছেলে। তার নিখোঁজের ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
সাধারণ ডাইরী ও পরিবার সূত্রে জানা গেছে, শাহীন মিয়া আরএফএল কোম্পানীতে কাজ করতো।
গত ১২ আগস্ট শাহীন ছুটিতে বাড়িতেই ছিল। ১৩ আগস্ট শাহীন মিয়া তার বাড়ি থেকে বকশীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।
এরপর আর বাড়ি ফেরেননি শাহীন। পরে তার বাবা ছামিউল হক শাহীনের কর্মস'ল সিলেটে খোঁজ খবর নিলে সেখানেও সে যাইনি বলে তাকে জানানো হয়।
অনেক খুঁজাখুজি করে শাহীনকে না পেয়ে কেঁদে কেঁদে দিন পার করছে বাবা-মা ও অন্যান্য আত্মীয় স্বজনরা।
শাহীন নিখোঁজের ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
তবে যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে তার বাবার সঙ্গে ০১৯৬৮৬১৭৫৯২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তার বাবা ছামিউল হক জানান, শাহীন হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রংয়ের প্যান্ট, সাদা শার্ট, গায়ের রং শ্যামা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখ মন্ডল গোলাকার ও মুখে হালকা দাড়ি ছিল ।