
জামালপুরের বকশীগঞ্জে“পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা,উন্নত স্যানিটেশনের সম্ভাবণা” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর রোববার পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক ওয়ার্শ কর্মসূচির সহযোগিতায় এ উপলড়্গে সকাল ১০ টায় একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক।
এসময় র্যালিতে অন্যান্যের মধ্যে উপজেলা জনস্বাস'্য দপ্তরের সহকারী প্রকৌশলী মো. সেকান্দার আলী, সহকারী শিড়্গা কর্মকর্তা সরোয়ার হোসেন,
ব্র্যাক ওয়ার্শ কর্মসূচির ব্যবস্থাপক মাসুদ রানা, ব্র্যাক সামাজিক ড়্গমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগম প্রমুখ। র্যালিতে বিভিন্ন এনজিওর প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপসি'ত ছিলেন ।