বিষয় ভিত্তিক সংগীত প্রতিযোগিতা

G M Fatiul Hafiz Babu



ডাঃ জিএম ক্যাপন্টেন  কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

 গত ১৮ নভম্বর পলী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাসত্মবায়িত  “ সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় ভূরম্নঙ্গামারী শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো নাগেশ্বরী,

 ফুলবাড়ী ও ভূরম্নঙ্গামারী উপজেলা হাই স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রবীন্দ্র, নজরম্নল, দেশের গান ও লোকসংগীত প্রতিযোগিতা।

 অনুষ্ঠানের উদ্ধোধন করেন এএইচএম মাগফুরম্নল হাসান আব্বাসী উপজেলা নির্বাহী অফিসার ও সরকার রাকিবুল হাসান (জুয়েল) সাধারণ সম্পাদক শিল্পকলা একাডেমি ভূরম্নঙ্গামারী কুড়িগ্রাম।

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ  জসিম উদ্দিন এলাকা ব্যবস্থাপ ক  আরডিআরএস বাংলাদেশ ভূরম্নঙ্গামারী। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তি, সুশীল সমাজের গুণী জন,

রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  প্রতিযোগিদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানের সাবিক উপস্থাপনা করেন মণিন্দ্র নাথ সরকার (পিও) আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top