কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মাঠে পালাগান ও জারিগান উৎসব

G M Fatiul Hafiz Babu


ডাঃ জিএম ক্যাপন্টেন  কুড়িগ্রাম প্রতিনিধি: গত ০৮.১১.২০১৭ কুড়িগ্রাম ইউনিট এর অধিনে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মাঠে, কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আরডিআরএস বাংলাদেশ কর্র্তৃক বাসত্মবায়িত”সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি’র”আওতায় অনুষ্টিত হলো পালাগান ও জারিগান উৎসব প্রতিযোগিতা।

পালাগান ও জারিগান উৎসব প্রতিযোগিতা শুভ উদ্ধোধন করেন, জনাব মোঃ আমিন আল পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর উপজেলা ও অধ্যড়্গ, রাশেদুজ্জামান বাবু, সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলার মোট ৫টি লোকনাট্য দল অংশ গ্রহন করেন। জনসচেতনার লড়্গ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক যেমন: মাদক, নারীর ড়্গমতায়ন, বন্যা, পুষ্ঠিকণা ও বাল্যবিবাহ বিষয়ক পালাগান উপস্থাপন করেন।

পালাগান ও জারিগান উৎসব প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা প্রশাসক কুড়িগ্রাম। উক্ত উৎসবে আরডিআরএস বাংলাদেশ এর মোঃ শরিফুল ইসলাম

খান(কর্মসূচি সমন্বয়কারী), মোঃ মাইনুল ইসলাম (সহকারি সমন্বয়কারী),  মোঃ আঃ গণি(ভারপ্রাপ্ত কর্মসূচি ব্যবস্থাপক), মোঃ নুরম্নজ্জামান(এলাকা ব্যবস্থাপক),

 মোঃ শাহ্‌আলম (হিসাবরড়্গক) ও অন্যান্য কর্মীবৃন্দ।তিনজন গুনী বিচারক মন্ডলীর বিবেচনায়, দল গুলোর মধ্যে প্রথম স্থান শিমুলবাড়ি লোকনাট্য দল

, ফুলবাড়ি, দ্বিতীয় স্থান রায়গঞ্জ লোকনাট্য দল, নাগেশ্বরী ও তৃতীয় স্থান সোনার বাংলা লোকনাট্য দল, উলিপুর। উৎসবে প্রায় ১০০০ জন নারী ও পূরম্নষ উপভোগ করেন। উপস্থাপনা করেন মণিন্দ্র নাথ সরকার(পিও) আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top