বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি নির্ধারণ কাল

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আগামিকাল শুক্রবার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নির্ধারণ হবে।
নৌকার মাঝি কে হবেন তা শুক্রবার সন্ধ্যায় নির্ধারণ করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গঠিত দলীয় মনোনয়ন বোর্ডে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলীয় প্রতীক কাকে দেওয়া হবে তা প্রকাশ করা হবে।
এবারই প্রথম বকশীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামি ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত  হবে।

বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে কে মেয়র হবেন তা নিয়ে আওয়ামী লীগ , বিএনপি ও জাতীয় পার্টিতে চুলচেরা বিশেস্নষণ চলছে।
দলীয় মনোনয়ন নিশ্চিত করতে জেলা ও কেন্দ্রে তদবির চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। ধরনা ধরছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। ইতোমধ্যে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিন।

আওয়ামী লীগের সাতজন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন চাওয়ায় প্রার্থী নির্বাচনে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
 দলীয় প্রতীক পেতে মাঠে করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন তালুকদার (বাবুল তালুকদার),

 উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর যুবলীগের আহবায়ক নজরম্নল ইসলাম সওদাগর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএম নুরুজ্জামান,

উপজেলা তাঁতী লীগের আহবায়ক অনোয়ার হোসেন তালুকদার বাহাদুর ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখ্‌খার হোসেন খোকন।

এদিকে তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের দাবি , প্রেস্টিজ ইস্যুর এই নির্বাচনে যেনতেন প্রার্থী দিলে খেসারত দিতে হবে আওয়ামী লীগকে।

 তাই তারা উপজেলা আওয়ামী লীগের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছেন মোজাহারম্নল ইসলাম ভিমল। লাঙ্গল প্রতীক পেলে নির্বাচনী মাঠে নামবেন সম্ভাব্য এই প্রার্থী।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায় , দলীয় প্রার্থী চূড়ান্ত হলেই আটঘাঁট বেঁধে মাঠে নামবেন তারা। দলীয় প্রার্থীকে জেতাতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top