কুড়িগ্রামে শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের দিনব্যাপি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

Seba Hot News
 কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ১৮.১২.১৭

কুড়িগ্রামে শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের দিনব্যাপি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশ’র সহায়তায় এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে কর্মশালায় ‘অ্যাডভোকেসি ওয়ার্কশপ অন চাইল্ড সেন্টারড ডিজাস্টার রিক্স রিডাকশন, ক্লাইমেট চেঞ্জ এন্ড ভারনারাবেলিটি’ বিষযক পেপারস উপাস্থপন করেন ইউনিসেফ রংপুরের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার মঞ্জুর আহমেদ। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, সদর ইউএনও আমিন আল পারভেজ, জেলা তথ্য অফিসার মো: শাহজাহান, এলসিবিসিই’র জেলা সমন্বয়কারি নুসরাত জাহান প্রমুখ।

দিনব্যাপি কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মিডিয়াকর্মীগণসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top