বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ ডিসেম্বর সোমবার দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

ধানুয়া কামালপুর শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতি।

বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ ড.প্রকৌশলী এমডি মোফাজ্জল হোসাইন, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন,

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ সুজাত আলী , বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ,

জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার) , বশির আহাম্মেদ বীর প্রতীক, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ।

আলোচনা সভায় ১১ নম্বর সেক্টরের যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা , তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top