`শ্রীবরদীতে দুইশতাধিক বছরের ঐতিয্যের গাছ কর্তন রাস্তায় ফেলায় যান চলাচল ব্যাহত '

Seba Hot News
`শ্রীবরদীতে দুইশতাধিক বছরের ঐতিয্যের গাছ কর্তন রাস্তায় ফেলায় যান চলাচল ব্যাহত '
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি:
শ্রীবরদীতে দুইশতাধিক বছরের ঐতিয্যের  শিমুল গাছ কর্তন করে শেরপুর-শ্রীবরদী মেইন রাস্তায় পড়ায় চরম বেকাদায় পড়েছেন শেরপুর ও শ্রীবরদী গামী যাত্রীরা। ৪ মার্চ রবিবার দুপুর ১ টায় উপজেলা কুড়িকাহনিয়া ইউনিয়নের ইন্দিলপুর নতুন মসজিদ সংলগ্ন শেরপুর-শ্রীবরদী মেইন রাস্তায় ওই গাছ কাটা হয়। গাছটি মেইন রাস্তায় পড়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থেকে বিকাল ৫ টার দিকে যান চলাচল সাভাবিক হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীবরদী-শেরপুর গামী চালাক সহ যাত্রীরা। যাত্রী সাইফুল ইসলাম, ফরিদ মিয়া, শিল্পী বেগম বলেন, এই ভাবে গাছ কেটে রাস্তায় ফেলে আমাদের অসুবিধা করা ঠিক নয়। আমরা জরুরী কাজে শেরপুর যাচ্ছি আমাদের সময় নষ্ট করে আমাদের কাজের বিঘœ সৃষ্টি করা হচ্ছে। ইন্দিুলপুর গ্রামের ইউছুব আলী জানান, ইন্দিুলপুর নতুন মসজিদের কাজের জন্য ওই গাছটি কাটা হয়েছে। এব্যাপারে ইন্দিলপুর নতুন মসজিদের সভাপতি আমেজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে কেটে পড়েন। সহকারী কমিশনার ভূমি ফারুক আল মাসুদ বলেন, বিষয়টি আমি শুনে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে পাঠিয়েছি। এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, গাছের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, স্যার ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন, স্যারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছা: আজমিনা আক্তার বলেন, কর্তন করা শিমুল গাছটি স্থানীয় ইউ.পি সদস্য আ: কাদেরের নিকট জিম্মা রাখা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বলেন, ইউ.পি সদস্য আ: কাদের আমাকে জানিয়েছে কর্তনকৃত গাছটি তার জীম্মায় রাখা হয়েছে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top