বাঁশখালী‌তে বন্য প্রাণী দিবস পা‌লিত

S M Ashraful Azom
Wildlife Day is observed in Banskhali

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রা‌মের বাঁশখালী জলদী সহব্যবস্থাপনা ক‌মি‌টির আ‌য়োজ‌নে এন‌জিও সংস্থা কো‌ডেক এর ক্রেল প্রক‌ল্পের সহায়তায় বিশ্ব বন্য প্রাণী দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।

৩ মার্চ শ‌নিবার দুপু‌রে বাঁশখালী ই‌কো-পার্ক মিলনায়ত‌নে জলদী সহব্যবস্থাপনা ক‌মি‌টির সহ-সভাপ‌তি হা‌মিদ উল্লাহর সভাপ‌তি‌ত্বে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে। এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আরিফুল হক মৃদুল। বি‌শেষ অ‌থি‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কো‌ডেক ক্রেল প্রক‌ল্পের ক্লাই‌মেট চেঞ্জ এন্ড প্র‌টেক্টেট এ‌রিয়া ম্যা‌নেজার শীতল কুম‌ার নাথ, জলদী সহব্যবস্থাপনা ক‌মি‌টির ট্রেজারার ও সাংবা‌দিক জোবাইর চৌধুরী, ই‌কো-পার্ক রেঞ্জ কর্মকর্তা আ‌নিসুজ্জামান শেখ, জলদী বিট কর্মকর্তা আ‌মিনুল ইসলাম ও জলদী সাইট প্যা‌সি‌লি‌টিস জগদীশ মন্ডল প্রমুখ। বিশ্ব বন্য প্রাণী দিবস উপল‌ক্ষ্যে জলদী সহ ব্যবস্থাপনা ক‌মি‌টির বন টহল দল উপ‌জেলা প্রশাস‌নের কর্মকর্তা ও স্কুল ক‌লে‌জের ছাত্র ছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তি‌দের নি‌য়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। তাছাড়া বিদ্যাল‌য়ের ছাত্র ছাত্রী‌দের নি‌য়ে বন্যপ্রাণীর উপর চিত্রাংকন প্র‌তি‌যো‌গিতার আ‌য়োজন করা হয়।

আ‌লোচনা সভা শে‌ষে চিত্রাংকন প্র‌তি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top