`কিশোরী ধর্ষণে বিতর্কিত ধর্মগুরু আশারাম বাপুর যাবজ্জীবন'

Seba Hot News
`কিশোরী ধর্ষণে বিতর্কিত ধর্মগুরু আশারাম বাপুর যাবজ্জীবন'
সেবা ডেস্ক: - ভারতে আশারাম বাপু নামে বহুল আলোচিত, বিতর্কিত এক অ্যাধ্যাত্মিক গুরুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত।

 এই মামলায় আশারামসহ মোট পাঁচজন অভিযুক্তের মধ্যে দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পর ধর্ষিতা কিশোরীর বাবা বলেছেন, ‘অবশেষে ন্যায় বিচার মিলল। আজ আমার মেয়েও খুশি।’
 
উত্তরাঞ্চলীয় যোধপুর শহরের একটি আদালত তার রায়ে বলেছে, আশারাম বাপু ২০১৩ সালে ওই শহরের একটি আশ্রমে ১৬ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে।
 
ধারণা করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতে আপিল করতে পারেন। ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে যোধপুরের জেলের ভেতরেই একটি বিশেষ আদালত কক্ষ তৈরি করে আশারাম বাপুকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হয় বুধবার সকালে। ওই জেলেই ২০১৩ সাল থেকে আটক রয়েছেন আশারাম বাপু। এক নারী সহকর্মীসহ আশারাম বাপুর আরও চার সহকারী এই ধর্ষণ মামলায় অভিযুক্ত।
 
সারা বিশ্বে এই গুরুর ৪০০ এর মতো আশ্রম রয়েছে, যেখানে তিনি মেডিটেশন ও যোগ ব্যায়াম সম্পর্কে তার অনুসারীদের শিক্ষা দিয়ে থাকেন। তিনি দাবি করেন যে সারা পৃথিবীতে তার লাখ লাখ ভক্ত রয়েছে। বিবিসি,
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top