এয়ার রাইফেলে প্রথম পদক জিতলেন বাংলাদেশী হেল বাকীর

Seba Hot News
এয়ার রাইফেলে প্রথম পদক জিতলেন বাংলাদেশী হেল বাকীর
সেবা ডেস্ক: -১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন এই তারকা।  কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতলেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী। 

আজ রবিবার নিজেদের প্রথম পদক জিতেছে বাংলাদেশ। আর তা আসলো আব্দুল্লাহ হেল বাকীর হাত ধরে, শ্যুটিংয়ে।

অস্ট্রেলিয়ায় চলতি 'গোল্ড কোস্ট কমনওয়েলথ' গেমসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি দ্বিতীয় হয়ে জিতেছেন রৌপ্যপদক।

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী ও রাব্বী হাসান মুন্না অংশ নিয়েছিলেন। কিন্তু বাছাই পর্ব থেকেই বাদ পড়েন মুন্না। বাকী ৬১৬ স্কোর নিয়ে উঠে যান ফাইনালে।
ফাইনালে বাকীর স্কোর ছিল ২৪৪.৭।

শ্যুট অফের শেষ শটে তিনি ৯.৭ স্কোর করেন। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার শ্যুটার ড্যান স্যাম্পসনের স্কোর ২৪৫, যা কমনওয়েলথ গেমসেরই রেকর্ড। তাদের পরেই অবস্থান ভারতের রবি কুমারের। তার স্কোর ২২৪.১।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top