বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ৫জন আটক, ৬টি এলজি বন্দুক উদ্ধার!

S M Ashraful Azom
Five people were detained in separate drives in Banshkhali

শিব্বির আহমদ রানা (বাঁশখালী) চট্টগ্রাম: চট্টগ্রাম পুলিশ সুপার মো. নুরে আলম মিনা বিপিএম, পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান চালাকালিন সময়ে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) এর প্রত্যক্ষ তত্বাবধানে এস আই মো. রফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক পাকা সড়কের উপর চেক পোষ্ট বসিয়ে সোমবার (৭মে) সন্ধ্যা ৬ টায় ২জন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটকতৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার মাঝির পাড়া ৯ নং ওয়ার্ডের মৃত আসকর আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৪), মৃত ছগির আহমদের পুত্র আব্দুল গফুর (২৫)। এসময় পুলিশ হেফাজতে ৫টি দেশীয় বন্দুক (এলজি) উদ্ধার করেন।

এছাড়াও পুলিশ পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী সকাল ৬টায় সঙ্গীয় ফোর্স নিয়ে বাঁশখালী থানার অন্তর্গত রামদাশহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩জন সন্ত্রাসীকে আটক করে। আটককৃতরা হলেন, বৈলছড়ি ইউপির পূর্ব বৈলছড়ি উত্তর পাড়ার ৩ নং ওয়ার্ডের সাক্ষর বাপের বাড়ীর মৃত আলী মিয়ার পুত্র আব্দুল করিম (২৮), কাথরিয়া ইউপির পূর্ব-কাথরিয়া ৩ নং ওয়ার্ডের মাইদরি পাড়ার নাছু বাপের বাড়ীর মৃত আব্দু রশিদের পুত্র মো. নুরুল আলম (২২), কাথরিয়া ইউপির পূর্ব কাথরিয়া মাইদরী পাড়া ৯ নং ওয়ার্ডের জদঅ বাপের বাড়ির মৃত সাচি মিয়ার পুত্র মো. এহসান (২০) গ্রেফতার করেন থানা পুলিশ। এসময় ১টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনসার্জ (ওসি) সালাহউদ্দীন হিরা সন্ত্রাসীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top