আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা

Seba Hot News
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা
সেবা ডেস্ক: -যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদগীরণ শুরু হওয়ায় জরুরি অবস্থা জারি করে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। হাওয়াইয়ের ‘বিগ আইল্যান্ডে’ প্রায় ১ হাজার ৭শ’ মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। 
 
খবর বিবিসি’র স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, মাউন্ট কিলাউয়ার জ্বালামুখ দিয়ে লাভা উদগীরণ শুরু হয়ে গেছে এবং তিনি আগুনে রাস্তা তৈরি করে লাভার স্রোত নিচে নামতে দেখেছেন। 
 
তিনি সালফার এবং গাছগাছালি পোড়ার গন্ধ পেয়েছেন বলেও জানান। গত কয়েকদিন ধরে হাওয়াই দ্বীপে বেশ কয়েক দফা ভূমিকম্প হয়। আমেরিকান রেডক্রস থেকে সেখানে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
 
 উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হাওয়াই ন্যাশনাল গার্ড কাজ শুরু করেছে বলে জানান গভর্নর ডেভিড আইজিই। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে ‘পুও’ নামের একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে পড়ে। এর ফলে পর্বত বেয়ে লাভা জনবহুল ওই এলাকায় ছড়িয়ে পড়ে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top