বাঁশখালীতে বন্য হাতির মৃত্যু

S M Ashraful Azom
Wild elephant death in Banskhali

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের মৌলভী ঘোনা নামক পাহাড়ি এলাকায় বার্ধক্যজনিত কারণে একটি বন্য হাতির মৃত্যু ঘটেছে। 

গত ৩ মে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এক কাঠুরিয়ারা পাহাড়ে ওই হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বন বিভাগকে খবর দিলে, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতিটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। 


এ ব্যাপারে কালীপুর বনবিটের রেঞ্জ কর্মকর্তা মো. রইজ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ভেটেরেনারি বিভাগের ডাক্তারকে খবর দেওয়া হয়েছেও বলে জানান ওই কর্মকর্তা।

স্থানীয়রা জানান, হাতিটি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে কিছু কাঠুরিয়া পাহাড়ে যাওয়ার পথে ওই হাতিটির নিথর দেহ একটি ছড়ার মধ্যে পড়ে থাকতে দেখে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top